চট্টগ্রামে বৃহস্পতিবার করোনা শনাক্ত ৩

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১০ মার্চ, ২০২২ at ১০:৫২ পূর্বাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কারও মৃত্যু হয়নি। তবে এসময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিনজন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৬ হাজার ৫৭৪ জনে। আর এক হাজার ৩৬২ জন হলো মৃতের সংখ্যা।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৮০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় শূন্য দশমিক ৩৭ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে দুজন নগরের এবং একজন পটিয়া উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে দুজন এবং অ্যান্টিজেন টেস্টে একজনের শরীরে করোনা শনাক্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধইনসিনারেটর প্লান্ট কার্যক্রম সফল হলে নগরী হবে স্বাস্থ্যসম্মত : মেয়র
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে কার্ভাডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, যুবক নিহত