চট্টগ্রামে বৃহস্পতিবার করোনা আক্রান্ত ৫১৮ জন, একজনের মৃত্যু

আজাদী অনলাইন | শুক্রবার , ২ এপ্রিল, ২০২১ at ১:০৮ অপরাহ্ণ

গত ২৪ ঘন্টায় ২ হাজার ৫৩৫টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫১৮ জন। শনাক্তের হার ২০ দশমিক ৪৩ শতাংশ। এসময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত দাঁড়িয়েছে ৪০ হাজার ৮০১ জন।

শুক্রবার (২ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪৩৬ জন এবং উপজেলায় ৮২ জন।

সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ‘সংক্রমণের সংখ্যা আরও বাড়তে পারে। মূলত স্বাস্থ্যবিধি না মানার কারণেই করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাড়ছে। এছাড়া কোভিড পজেটিভ রোগী আইসোলেশনে না থাকায় একই পরিবারের একাধিক সদস্য আক্রান্ত হচ্ছে। পাশাপাশি করোনার ১ম ডোজ টিকা নেওয়ার পর অনেকে ভাবছেন, করোনা আর তাদের ছুঁতে পারবে না। এ অবস্থায় মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই’।-বাংলানিউজ

পূর্ববর্তী নিবন্ধউখিয়ার কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে নিহত ৩
পরবর্তী নিবন্ধউখিয়ায় ছেলের দায়ের কোপে মা খুন