চট্টগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার তিনজন আসামিকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল পৌনে দশটার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন – চান্দগাঁও ইস্পহানি জেটি রোডের দক্ষিণ মোহরা এলাকার মৃত সিরাজুল খানের ছেলে মোহাম্মদ বাদশা মিয়া (৪৬), একই এলাকার হামেদ হাসান খানের ছেলে মুনির উদ্দিন খান প্র: তানিম (২৩) এবং ওই এলাকার নজরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম প্র: তারেক (২৮)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, বিশেষ অভিযানে নিয়মিত মামলার ৩জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।