চট্টগ্রামে বিপিএলের মিউজিক ফেস্টে নিরাপত্তা জোরদারের নির্দেশ

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৮ ডিসেম্বর, ২০২৪ at ৬:৩৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ ক্রিকেট২০২৪ উপলক্ষ্যে আজ চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হচ্ছে। এতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। এ নিয়ে গত বৃহস্পতিবার সমন্বয় সভায় কমিশনার হাসিব আজিজ অনুষ্ঠানটি সুষ্ঠু ও নির্বিঘে পরিচালনার জন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশনা প্রদান করেন। উক্ত সভায় নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক বিস্তারিত আলোচনা করা হয়। সভায় কমিশনার অনুষ্ঠানটি নিরাপদে ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সকল সংস্থাকে একযোগে আন্তরিকতার সাথে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন। উক্ত সমন্বয় সভায় সিএমপির উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও সেনাবাহিনী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ডিজিএফআই, এনএসআই, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিসিবি, র‌্যাব, জেলা প্রশাসন, পিডিবি, ভেনু ম্যানেজার এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. আশফিকুজ্জামান আক্তার, উপপুলিশ কমিশনার (পরিবহন) মোহাম্মদ সালাম কবির পিপিএমসেবা ও উপপুলিশ কমিশনার (সদর) এস এম মোস্তাইন হোসেনসহ সিএমপির বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নিরাপত্তার স্বার্থে শুধু মোবাইল ও মানিব্যাগ ছাড়া অন্য কোন বস্তু সাথে নিয়ে আসা যাবে না।

পূর্ববর্তী নিবন্ধমেলবোর্ন টেস্টে চাপে ভারত
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন