নগর ছাত্রদল : সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করছিল ছাত্রদল। এ সময় সেখানে অতর্কিতভাবে হামলা চালায় ছাত্রলীগ। এই হামলার প্রতিবাদে গতকাল নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের
নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের অতর্কিত হামলায় ছাত্রসমাজ উদ্বিগ্ন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আগামীতে কঠিন প্রতিরোধ গড়ে তোলা হবে। যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, মাস্টার আরিফ, সাব্বির আহমেদ, রাজিবুল হক বাপ্পি, মো. নুর নবী, নুর জাফর নাঈম রাহুল, সদস্যদর মধ্যে আবু কাউছার, শাহরিয়ার আহমেদ, আল মামুন সাদ্দাম, দেলোয়ার হোসেন শিশির, মাহমুদুল হাসান রাজু, কামরুল হাসান আকাশ, আব্বাস উদ্দিন, রকি হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
দক্ষিণ জেলা ছাত্রদল : ঢাবিতে ছাত্রদলের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে দক্ষিণ জেলা ছাত্রদল। এতে সংগঠনের সভাপতি মো. শহীদুল আলম শহীদ সভাপতির বক্তব্যে বলেন, পথশিশুদের মাঝে খাবার বিতরণের সময় হামলার ঘটনায় ছাত্রলীগের মুখোশ উন্মেচিত হয়েছে। এ ধরনের হামলা ন্যাক্কারজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সমাবেশে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শাহজাহান হোসেন, ইকবাল হোসেন রুবেল, এম মনসুর আলম, উপজেলা ও পৌর ছাত্রদল নেতা আবদুস সবুর, আনিসুর রহমান আনাস, মো. ইসমাইল, মো. তৈয়ব, মো. জোবায়ের, আমান উল্লাহ বাবু, বাহাদুর আলম, ফরহাদ হোসেন আসিফ, আব্দুল্লাহ রাল রাফি, আতিকুর রহমান ইমন, আনোয়ারা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা বোরহান উদ্দিন, শফিউল আলম চৌধুরী, মো. সোহেল, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম, সিকান্দার হোসেন, মো. হাসনাত, আব্দুল কাইয়ুম, মো. মাসুদ, আব্দুল করিম, মিনহাজ উদ্দিন রাকিব, ইকবাল হোসেন রেজা, ইফহাক আহমেদ, আলী আকবর, হাবিব, শাকিল, মঈনু উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












