অটোটেক–এর এক্সক্লুসিভ আঞ্চলিক ডিলার পার্টনার হিসেবে চট্টগ্রামে বিওয়াইডি–র প্রথম শোরুম উদ্বোধন হয়েছে। গতকাল নগরীর নাসিরাবাদ ইন্ডাস্ট্রিয়াল এলাকার নাইট রাইডার মোটরস এর পাশে এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিপরীতে বিশ্বের শীর্ষস্থানীয় নতুন জ্বালানি চালিত যানবাহন (এনইভি) প্রস্তুতকারী বিওয়াইডি’র এ শোরুম উদ্বোধন হয়।
এতে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, সিজি রানার বিডি লিমিটেড–এর চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের, অটোটেক এর ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ উদ্দিন, দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক শিহাব মালেকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, ঢাকায় আগে থেকে রয়েছে। এখন চট্টগ্রামে বিওয়াইডির শোরুম হয়েছে। এটি নিশ্চিতভাবেই ভালো উদ্যোগ। আশা করছি, পরিবেশ রক্ষায় বিওয়াইডি গাড়ি উদাহরণ সৃষ্টি করবে।
সিজি রানার বিডি লিমিটেড–এর চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, চট্টগ্রামে আমাদের প্রথম বিওয়াইডি শো–রুম উদ্বোধন আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ গতিশীলতার রূপান্তরের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে চট্টগ্রামই আমাদের টেকসই ও বুদ্ধিমান পরিবহন ব্যবস্থার স্বপ্ন বাস্তবায়নের উপযুক্ত স্থান। আমরা গর্বিত যে, আমরা বিশ্বমানের নতুন জ্বালানি প্রযুক্তিকে আমাদের গ্রাহকদের আরও কাছে নিয়ে আসতে পেরেছি এবং আত্মবিশ্বাসী যে, এই শোরুম নতুন মানদণ্ড স্থাপন করবে গ্রাহকসেবা ও উদ্ভাবনের ক্ষেত্রে। অটোটেক–এর ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ উদ্দিন বলেন, বিশ্বমানের ব্র্যান্ড বিওয়াইডি’কে চট্টগ্রামে নিয়ে আসা স্মার্ট ও টেকসই পরিবহনের ভবিষ্যতের দিকে একটি সাহসী পদক্ষেপ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, চট্টগ্রামের মানুষ এই প্রযুক্তিগত অগ্রগতিকে আন্তরিকভাবে গ্রহণ করবে, যা শুধু আমাদের চলাফেরার পদ্ধতিই নয়, বরং আমাদের জীবনযাপনকেও পরিবর্তন করে দেবে। এই উদ্যোগ শুধুমাত্র একটি শোরুম নয়, এটি একটি সবুজ ও সুস্থ ভবিষ্যতের জন্য নির্মিত শহরের সূচনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত গাড়ির মডেলগুলো হচ্ছে– বিওয়াইডি সিল যা একটি স্টাইলিশ, পারফরম্যান্স–ভিত্তিক ইলেকট্রিক সেডান। বিওয়াইডি অ্যাটো ৩ যা স্মার্ট, শহরকেন্দ্রিক ইলেকট্রিক সাব। বিওয়াইডি সিলিয়ন ৬ যা শক্তিশালী ডিএম–আই সুপার প্লাগ–ইন হাইব্রিড। শোরুম সূত্র জানায়, সবগুলো মডেলে বিওয়াইডি–র সর্বাধুনিক ব্লেড ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা সর্বোচ্চ নিরাপত্তা, দীর্ঘস্থায়িত্ব এবং তাপ সহনশীলতার জন্য বিশ্বব্যাপী স্বীকৃত। বিওয়াইডি এর বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে, সিজি রানার বিডি লিমিটেড প্রতি বছর বাংলাদেশের বাজারে নতুন মডেল আনবে, যাতে গ্রাহকরা সর্বশেষ প্রযুক্তি উপভোগ করতে পারেন।