চট্টগ্রামে বিএনপির ১০ জন গ্রেফতার

| বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ৬:২৪ অপরাহ্ণ

একদফা দাবি ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা ৬ষ্ট দফা অবরোধের প্রথম দিনে অবরোধকে কেন্দ্র করে চট্টগ্রামে বিএনপির আরো ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যা থেকে বুধবার পর্যন্ত আরো ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদকে কাজিরদিঘী এলাকা থেকে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ। তাছাড়া মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক রাসেল খানকে রাতে সদরঘাট থানা, পশ্চিম ষোলশহর ওয়ার্ড যুবদলের সদস্য সানি আহমেদকে পাঁচলাইশ থানা, বাকলিয়া‌ থানা যুবদল নেতা জাকির হোসেনকে বাকলিয়া থানা পুলিশ, চালিতাতলী বাজার থেকে রাউজান উপজেলা যুবদলের সদস্য সচিব শাহজাহান শাহিলকে র‍্যাব, পাহাড়তলী থানা স্বোচ্ছাসেক দলের যুগ্ম আহ্বায়ক মনিরকে পাহাড়তলী থানা, পটিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রিদওয়ান আরিফুল ইসলামকে পটিয়া থানা, পটিয়া বরলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল মান্নান তালুকদার ও মো. আসিফকে কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
পরবর্তী নিবন্ধটিকটকে পরিচয়-প্রেম, অতঃপর বিয়ের আশ্বাসে ধর্ষণ