চট্টগ্রামে বাড়ছে তাপপ্রবাহ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২২ মার্চ, ২০২১ at ১০:৩৩ পূর্বাহ্ণ

চৈত্রের দুপুরে হঠাৎ বাড়ছে গরমের প্রকোপ। রাজধানীসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। আবহাওয়াবিদরা বলছেন, বছরের এই সময়ে স্বাভাবিকভাবেই তাপমাত্রা বাড়ে। এতে গরমও বাড়ছে। আরও দুই থেকে তিনদিন গরমের প্রকোপ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
চট্টগ্রাম আবহাওয়া অফিস রোববার সন্ধ্যা ৬টার স্থানীয় পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। উত্তর উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৬ কিমি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গতকাল রোববার চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৪ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩.৫ ডিগ্রি বেশি। আবহাওয়া অফিস জানিয়েছে, এটা চলতি মৌসুমের প্রথম তাপপ্রবাহ। রোববার ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, খুলনা, যশোর, কুষ্টিয়া, পটুয়াখালী, সীতাকুণ্ড ও রাঙামাটি অঞ্চলে মৃদু এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসের শেষ দিকে ঝড়-বৃষ্টিও হতে পারে। এরপর ধীরে ধীরে তাপপ্রবাহ প্রশমিত হবে তখন। চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ দৈনিক আজাদীকে বলেন, স্বাভাবিকভাবে বছরের এই সময়ে তাপমাত্রা বাড়তি থাকে। এখন সারাদেশে তাপমাত্রা বাড়ছে। চট্টগ্রামেও বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধির প্রকোপ আরও দুই তিনদিন থাকতে পারে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় দ্রুত সহায়তার তাগিদ