ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধির সম্ভাবনায় প্রতিটি ইউনিয়নে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল টিম প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।
রোববার (৩ এপ্রিল) সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, এপ্রিল-মে মাসে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধির সম্ভাবনা থাকে। এ অবস্থায় প্রতি ইউনিয়নে ১টি এবং প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে মেডিক্যাল টিম পুনর্গঠন করে প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হচ্ছে।
ডায়রিয়া সংক্রান্ত প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী মজুদ রাখার নির্দেশনাও দেওয়া হয় ওই চিঠিতে।
ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, এই সময়ে সাধারণত ডায়রিয়া আক্রান্ত রোগী বেড়ে যায়। তাই পূর্ব প্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে আমরা যাতে তা কাটিয়ে উঠতে পারি সেজন্যই এই প্রস্তুতি।