চট্টগ্রামে বাস থেকে শিক্ষককে ফেলে দেওয়ার ঘটনায় আটক ৩

আজাদী অনলাইন | মঙ্গলবার , ৩০ নভেম্বর, ২০২১ at ৬:১২ অপরাহ্ণ

চট্টগ্রামে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রহমত উল্লাহ নামের এক স্কুল শিক্ষককে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে র‍্যাব। শহরের বিভিন্ন এলাকা থেকে গতকাল সোমবার রাতে তাঁদের আটক করা হয়। আহত রহমত উল্লাহ নগরীর পাঁচলাইশ এলাকার হাবিবউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন জানান, শহর এলাকার ৮ নম্বর রোডের একটি মিনিবাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার সময় প্রতিবাদ করায় চলন্ত বাস থেকে রহমত উল্লাহ নামের ওই শিক্ষককে ফেলে দিয়েছিলেন চালকের সহকারী। এরপর ওই শিক্ষকের পায়ের ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয় বাস। এতে তাঁর পা, হাত ও মুখে মারাত্মক জখম হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

র‍্যাবের মিডিয়া পরিচালক মো. আবছার জানান, এ ঘটনায় তিনজনকে আটক করেছে র‍্যাব।

আহত শিক্ষকের সহকর্মীদের অভিযোগ, রহমত উল্লাহ সদরঘাট এলাকার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) প্রশিক্ষণার্থী। অক্সিজেন এলাকার নিজ বাসা থেকে পিটিআইয়ে যাওয়া-আসা করেন তিনি। গত শনিবার সকালে অক্সিজেন এলাকা থেকে বাসে করে পিটিআইয়ে যাওয়ার জন্য ওই বাসে ওঠেন তিনি। ওই সময় বাসচালকের সহকারী ও চালক অতিরিক্ত ভাড়া আদায় করছিলেন। এ ঘটনার প্রতিবাদ করেন শিক্ষক রহমত উল্লাহ। এ নিয়ে চালক ও তাঁর সহকারীর সঙ্গে রহমত উল্লাহ’র কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে রহমত উল্লাহ স্টেশন রোডের বটতলী এলাকায় নেমে যেতে চাইলে তাঁকে নামতে না দিয়ে পুরাতন রেলস্টেশন এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেন চালকের সহকারী। এ সময় তাঁর পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে মেহেদীবাগে অবস্থিত ন্যাশনাল হাসপাতালে ভর্তি করেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধঅছাত্ররাই ছাত্ররাজনীতির নেতৃত্ব দিচ্ছে: মুনতাসির মামুন