চট্টগ্রাম নগরের দুই নম্বর গেইট এলাকায় বাস চাপায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম তানজিবা সাইফুল তিশমা (২০)। তিনি হাজী মুহাম্মদ মহসিন সরকারি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
আজ রবিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ১০ নম্বর যাত্রীবাহী বাস তিশমাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিশমার বাড়ি বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের মধ্যম কধুরখীল এলাকায়। তার মৃত্যুর খবর পেয়ে সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।