মফস্বল সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সাংবাদিক পরিষদের (বাসাপ) কেন্দ্রীয় কমিটির এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে চট্টগ্রামের চেরাগী পাহাড়স্থ লুসাই ভবনের নিচতলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি মাহবুব পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজয় ধরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক ছোটন কান্তি নাথ, সাংগঠনিক সম্পাদক মান্নান মুন্না, যুগ্ম সম্পাদক শফিউল আজম, সহ সভাপতি রনজিত ধর, যুগ্ম সম্পাদক সোলায়মান আকাশ, দপ্তর সম্পাদক নির্দেশ বড়ুয়া, মেজবাহ উদ্দিন। সভায় সর্বসম্মতক্রমে বিভিন্ন জেলায় সংগঠনের কমিটি গঠনকল্পে সাংগঠনিক পরিকল্পনা এবং তা বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া মফস্বল সাংবাদিকদের কল্যাণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ও আলোচনা করা হয়।