বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা আবু জাফর, জেলা সদস্য সচিব প্রণব পালসহ গ্রেপ্তারকৃত ৪ শ্রমিক নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে বাসদ চট্টগ্রাম জেলা শাখার সমাবেশ গতকাল বিকাল ৫টায় নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত হয়। বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম জেলা সভাপতি হেলাল উদ্দিন কবির, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক জোবায়ের বীনা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ সঞ্চালনা করেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার সদস্য আহমদ জসিম। সমাবেশে বক্তারা বলেন, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের নীতিমালা প্রণয়ন এবং রিকশা চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্সের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিলেট শহরে শান্তিপূর্ণ সমাবেশের পর সংগঠনের কার্যালয় থেকে শ্রমিক ফ্রন্টের সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, শ্রমিক ফ্রন্টের জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পালসহ রিকশা শ্রমিক নেতা সৈকত ও রণিকে গ্রেপ্তার করে যে মামলায় তাদেরকে যুক্ত করে কারাগারে পাঠানো হয়, সেই মামলায় তাদের যুক্ত না থাকার বিষয়টি আদালতের সামনে তুলে ধরলে আদালত ২৯ সেপ্টেম্বর উপরোক্ত ৪ জনের জামিন মঞ্জুর করে। কিন্তু সিলেট মহানগর পুলিশ প্রশাসন ঐদিনই তাদের নামে আরো দুটি মামলা দায়ের করে সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে।
নতুন দায়েরকৃত মামলায় ঘটনার বর্ণনা থেকে স্পষ্ট বোঝা যায় যে, মামলা দুটি সিলেটের পুলিশ প্রশাসন ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করিয়েছে। নেতৃবৃন্দ আরো বলেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে পুলিশ প্রশাসনের এই ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নেতৃবৃন্দ সিলেট পুলিশ প্রশাসনের ‘গণবিরোধী আচরণ’ পরিবর্তন করে ‘শ্রমজীবী মানুষের প্রতি অধিক দায়িত্বশীল’ হয়ে গ্রেফতারকৃতদের মুক্তি ও মামলা প্রত্যাহারের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।