চট্টগ্রামের বায়োজিদে একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রবিবার রাত সাড়ে ১০ টার দিকে মহানগরীর বায়োজিদ থানার অক্সিজেন রেলবিটের পাশে রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
বায়োজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান দৈনিক আজাদীকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোন হতাহত নেই। আমরা ঘটনাস্থলে আছি। তদন্ত শেষে বিস্তারিত বলতে পারবো।












