চট্টগ্রামে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ

| রবিবার , ২৭ অক্টোবর, ২০২৪ at ৬:০০ পূর্বাহ্ণ

নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালু করা এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, জানমালের নিরাপত্তার দাবি নিয়ে বাম গণতান্ত্রিক জোট, চট্টগ্রাম জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল বিকাল ৪টায় নগরীর আমতল সংলগ্ন শাহ আমানত মার্কেট চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সদস্য আসমা আক্তার। বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অশোক সাহা, বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয় সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার ৩ মাস অতিক্রম করছে। কিন্তু যে প্রত্যাশা জনগণ তাদের কাছ থেকে আশা করেছিলো তা পূরণে বর্তমান সরকার ব্যর্থ হচ্ছে। বাজারের নিত্যপণ্যের দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী। বাজারের অসাধু ব্যবসায়িদের সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। দক্ষিণ এশিয়ায় মূল্যস্ফীতি সবচেয়ে বেশি এবং কোনো সূচকই কাজ করছে না। অন্যদিকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কিংবা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার কাজ করাটাও জরুরি। অথচ এই গুরুত্বপূর্ণ কাজগুলোর চেয়েও সরকারের উপদেষ্টাদের অনাহুত বিতর্কের সৃষ্টি করবার মতন সমন্বয়হীনতা কাজ করছে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সাথে সাথে মাজারে হামলা, সংখ্যালঘু সমপ্রদায়ের উপর হুমকি ও আক্রমণ, মব কিলিং, শ্রমিক হত্যার মত ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি মোটেই প্রত্যাশিত নয়। অবিলম্বে জনসাধারণের প্রয়োজনীয় বিষয়ে উদ্যোগ নিয়ে জনগণের মধ্যে স্বস্তি আনার পাশাপাশি যে বৈষম্যের বিরুদ্ধে জনগণের অভ্যুত্থান ঘটেছে তার আকাঙ্ক্ষা পূরণ করার জন্য কার্যকর উদ্যোগ নেয়া সরকারের প্রধান দায়িত্ব। সমাবেশে বক্তারা অবিলম্বে নির্বাচনী সংস্কার করে রোডম্যপ ঘোষণার জন্য সরকারের প্রতি আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধগণআকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সাংবিধানিক সংস্কার দরকার
পরবর্তী নিবন্ধআনোয়ারায় কৃষকদলের কর্মী সমাবেশ