চট্টগ্রামে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন

লেখক মুশতাকের মৃত্যু

| শনিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর ঘটনায় বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা শাখা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় চেরাগী পাহাড় মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট নেতা ও সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অশোক সাহা। বক্তব্য রাখেন মহানগর কমিউনিস্ট পার্টি নেতা অমৃত বড়ুয়া, গণসংহতি আন্দোলনের ফরহাদ জামান জনি, সামাজতান্ত্রিক দলের (মাক্সবাদী) রিপা মজুমদার প্রমুখ।
এতে বক্তারা বলেন, আওয়ামী লীগ গত ১০ বছর ধরে ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্র পরিচালনা করছে। জনগণের ভোটের অধিকার থেকে শুরু করে কথা বলার অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে। তারা উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, দেশের সম্পদ পাচার করছে বিদেশে, রাষ্ট্রের সমস্ত অধিদপ্তরকে পরিণত করছে দলীয় অঙ্গ সংগঠনে। চিকিৎসা খাত, শিক্ষা খাত সর্বত্রে অনিয়ম আর দুর্নীতি। যখন এই সব অন্যায়, লুটপাট, দুর্নীতি নিয়ে কথা বলা হয় তখনই সরকার ডিজিটাল নিরাপত্তাসহ নানা আইনের মাধ্যমে আন্দোলন-প্রতিবাদকারীদের গ্রেপ্তার করে, গুম-খুন করে। যার সর্বশেষ নজির লেখক মুশতাক আহমেদ। তার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, একটি রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। এর দায় সরকারকে নিতে হবে। বক্তারা বলেন, অবিলম্বে গণবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে লেখক মুশতাক আহমেদ হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবালুখালী সমাজ কল্যাণ পরিষদের শিক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধকোতোয়ালী থানা কোকো স্মৃতি সংসদের দোয়া মাহফিল