চট্টগ্রামে বামজোটের সমাবেশ ২৭ ফেব্রুয়ারি

| বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৩১ পূর্বাহ্ণ

অব্যাহত বিদ্যুৎগ্যাস ও জ্বালানি তেল এবং দ্রব্যমূল্য বৃদ্ধি, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আগামী ২৭ ফেব্রুয়ারি বিকেল তিনটায় চট্টগ্রামে সমাবেশ আহ্বান করেছে বাম গণতান্ত্রিক জোট।

গতকাল বুধবার নগরীর হাজারী লেইনে সিপিবি, চট্টগ্রাম জেলা কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন জোটের জেলা সমন্বয়ক, বাসদ জেলার ইনচার্জ আল কাদেরী জয়।

সভায় সিপিবির অধ্যাপক অশোক সাহাকে বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলার সমন্বয়কারী নির্বাচিত করা হয়েছে।

সভায় বক্তব্য দেন, জেলা সিপিবির সভাপতি অশোক সাহা, বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলার সদস্য সচিব শফিউদ্দিন কবির আবিদ, সিপিবি জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক নুরচ্ছাফা ভূঁইয়া, বাসদ নেতা আহমেদ জসিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাল্টা কর্মসূচি দিয়ে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে না
পরবর্তী নিবন্ধনগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদ খানের বাসায় আমীর খসরু