বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ডাক দিয়ে যাই’ এর কেন্দ্রীয় সভাপতি টিপু সুলতানের নেতৃত্বে সারাদেশে বাউবি দিবস উদযাপন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলেও বর্ণাঢ্য র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কেটে গতকাল দিবসটি উদযাপন করা হয়েছে। চট্টগ্রাম পশ্চিম অঞ্চলের সাধারণ সম্পাদক ও মহসিন কলেজের ভিপি পারভেজ খানের পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কাজী জাকির হোসেন।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ মজুমদার, সবুজ চৌধুরী, প্রকাশনা সম্পাদক কে এম শাহজাহান, কেন্দ্রীয় সদস্য সুমন শেখ, কপিল উদ্দিন, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল সদস্য সাদিয়া চৌধুরী, সাকিল, লিটন, বোরহান, প্রসান্ত, শ্রীদুল, মেরাজ, রসিদ, নয়ন, রাসেল, সুমু, কাজল, উর্মি, মুসা, ফারুক, আল আমিন, জাহেদ, সাইফুল, ফারজানাসহ চট্টগ্রামে স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ।












