চট্টগ্রামে বাইক নিয়ে বের হয়ে দুই ভাইসহ তিন যুবক ফিরল লাশ হয়ে

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ২৫ জুলাই, ২০২৫ at ৮:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিন বাইক আরোহী নিহত হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার পদুয়া সিকদার দিঘীর পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কের পাশের গলি থেকে একটি সিএনজি অতর্কিত মহাসড়কে উঠে গেলে চট্টগ্রাম অভিমুখী দ্রুতগতির বাইকটির সাথে ধাক্কা খেয়ে কক্সবাজার অভিমুখী গরু বোঝাই ট্রাকের নিছে ডুকে পড়ে। এতে মুহূর্তেই চাকার সাথে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই বাইক আরোহীর মৃত্যু হয়।

অপরজনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় নিহতরা হলেন- মামুন (৩১) ও হুমায়ুন (৩৬) উভয়েই সহোদর। তারা সাতকানিয়া উপজেলার মৌলভি পাড়ার সিদ্দিক আহম্মদের পুত্র।

নিহত অপরজন একই উপজেলার করইয়ানগর এলাকার আব্দুস সাত্তারের ছেলে মনির হোসাইন (৪০)। তিনি সম্পর্কে নিহত দুই ভাইয়ের মামা।

বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান জানান, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ী দুটিকে থানা হেফাজতে আনা হয়েছে। তবে ঘাতক ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই বাইক আরোহী নিহত
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগানে টিকটক বানাতে গিয়ে ১২ কিশোর-যুবক আটক