ফুটবল খেলে বাইকে করে আসার পথেই মধ্যরাতে বেপরোয়া পিকআপের ধাক্কায় এক তরুণের করুণ মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত সাড়ে ৩ টায় চট্টগ্রাম শহরের বাহার সিগনাল পার্ক মাঠে ফুটবল খেলে বাসায় ফিরছিলেন মোহাম্মদ রাফা নামের ঐ তরুণ। নগরীর চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকায় আসতেই পিকআপের সাথে ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় সে।
নিহত রাফা (২০) চট্টগ্রাম শহরের চান্দগাঁও মৌলভী পুকুর পার মোঃ ইকবাল হোসনের ছেলে। নিহত রাফা মির্জা আহমেদ ইস্পাহানী স্মৃতি বিদ্যালয়ের এসএসসি-২০২২ ব্যাচের ছাত্র ছিল।
এ বিষয়ে চান্দগাঁও থানা পরিদর্শক (তদন্ত) ছবের আলী দৈনিক আজাদীকে বলেন, ঘটনাটি ঘটছে এক মোটর সাইকেল আরোহীর। ছেলেটার নাম রাফা। বয়স ২০। সিএন্ডবি মোড়ে একটি পিকআপের সাথে ঐ ছেলের বাইকের সংঘর্ষ হয়। রাফার সাথে তার এক বন্ধু সানিমও ছিল।
সেও কিছুটা আহত হয়েছে।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারি নাই। আমরা ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। ছেলেটা ফুটবল খেলতে গেছিল কোথাও। ওখান থেকে আসার পথে এই ঘটনা ঘটে।
নিহতের বন্ধু মোঃ ইমন দৈনিক আজাদীকে জানান, ফুটবল খেলে বাসায় আসছিল রাফা। পিকআপের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় আমার বন্ধু। আজ শুক্রবার মাগরিবের নামাজের পর চন্দগাঁও মৌলভী পুকুর পাড় জামে মসজিদ মাঠে আমার বন্ধু রাফার জানাজা অনুষ্ঠিত হয়। বন্ধুর এমন মৃত্যু কোনভাবে মেনে নিতে পারছি না।