চট্টগ্রামে বঙ্গমাতা আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট শুরু

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৯ মার্চ, ২০২৩ at ৫:১৯ পূর্বাহ্ণ

দ্বিতীয়বারের মতো চট্টগ্রামে শুরু হয়েছে বঙ্গমাতা আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট। গত ৭ মার্চ চট্টগ্রাম ক্লাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী। টুর্নামেন্টে বাংলাদেশসহ ৮ দেশের ৩৫ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশন আয়োজিত এ টুর্নামেন্ট চলবে ১১ মার্চ পর্যন্ত। এসএ গ্রুপের পৃষ্ঠপোষকতায় পাঁচ দিনের টুর্নামেন্টে বাংলাদেশসহ হংকং, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, মালয়েশিয়া, কুয়েত ও মিশরের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম ক্লাব লিমিটেডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, ফেডারেশনের সহসভাপতি মীর্জা সালমান ইস্পাহানি, স্পন্সর প্রতিষ্ঠান এসএ গ্রুপের চেয়ারম্যান সাহাবুদ্দিন আলম, ফেডারেশনের সাধারণ সম্পাদক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম, চট্টগ্রাম ক্লাব লিমিটেডের স্কোয়াশের মেম্বার ইনচার্জ মো. সালামত উল্লাহ বাহার, এমবিএ এবং এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া সম্পন্ন
পরবর্তী নিবন্ধচন্দনাইশ বৈলতলীতে মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন