চট্টগ্রামে ফ্ল্যাট ভাড়ায় প্রথম মাসে সর্বোচ্চ ৫০% ছাড় দিচ্ছে বিপ্রপার্টি

| শুক্রবার , ৪ মার্চ, ২০২২ at ৭:১৬ পূর্বাহ্ণ

দেশের বৃহত্তম রিয়েল এস্টেট সেবাদাতা প্রতিষ্ঠান বিপ্রপার্টি সম্প্রতি চট্টগ্রামবাসীর জন্য নিয়ে এসেছে প্রথম মাসের বাসা ভাড়ায় সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড়। বাংলাদেশে এই প্রথম আবাসন খাতে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বাসা ভাড়া সংক্রান্ত এ ধরনের উদ্যোগ নিয়েছে। যে কেউ বিপ্রপার্টির মাধ্যমে চট্টগ্রামে বাসা ভাড়া নিলেই চমৎকার এই অফারটির পেয়ে যাবেন। এ অফারটি বহাল থাকবে আগামী ৭ই মার্চ পর্যন্ত। এ সময়ের মধ্যে যে কোনো গ্রাহক বিপ্রপার্টির অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই পছন্দের বাসা ভাড়া নেয়ার ক্ষেত্রে এই অফারটি গ্রহণ করতে পারবেন। এছাড়া, সরাসরি বিপ্রপার্টির চট্টগ্রাম মার্কেটপ্লেসে এসেও এ সম্পর্কে বিস্তারিত জানতে ও নির্ধারিত ছাড়ে বাসা ভাড়া নিতে পারবেন চট্টগ্রামবাসীরা। বিপ্রপার্টির হেড অফ অপারেশন্স এ এইচ এম জামিউল হক তুহিন বলেন, আবাসন খাতে বিপ্রপার্টি সবসময়ই অগ্রণী ভূমিকা রেখেছে। আর সেকারণেই এই বিশেষ অফারটি চট্টগ্রামের গ্রাহকদের জন্য নিয়ে আসতে পেরে আমরা গর্বিত এবং একই সাথে আনন্দিত। এই অফারটির ফলে বাসা ভাড়া নেয়া আরো সহজ হবে চট্টগ্রামবাসীর জন্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাকের আলী ফকিরের টেক দোকান মালিক সমিতির নির্বাচন ২৫ মার্চ
পরবর্তী নিবন্ধকমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিকদের লাল পতেকা মিছিল