চট্টগ্রামের ১৬ আসনে এবার ৩ লাখ ৪ হাজার ৫১ জন তরুণ ভোটার প্রথমবারের মতো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনের তথ্য মতে, বর্তমানে চট্টগ্রামে ১৮ থেকে ৩৩ বছর বয়সী ভোটারের সংখ্যা হচ্ছে ৩ লাখ ৪ হাজার ৫১ জন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই তরুণ ভোটাররা জীবনে প্রথমবারের মতো ভোট দেবেন। তাই পুরনো ভোটারদের চেয়ে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা একটু বেশি। এই তরুণ ভোটাররাই এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক প্রার্থীর জয়–পরাজয়ের ক্ষেত্রে ফ্যাক্টর হয়ে উঠতে পারে। এই তরুণদের জীবনের প্রথম ভোটের ব্যাপারে উৎসাহ–উদ্দীপনা সবচেয়ে বেশি।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের ভোটার তালিকার তথ্য মতে, চট্টগ্রামের প্রতি আসনে তরুণ ভোটারের সংখ্যা প্রায় ১০ হাজার থেকে শুরু করে ১৬ থেকে ২০ হাজার পর্যন্ত। সংশ্লিষ্ট অভিজ্ঞ মহলের ধারণা, চট্টগ্রামে অনেক আসনে প্রার্থীদের–জয় পরাজয়ে বড় ভূমিকা রাখবে এই তরুণ ভোটাররা। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই তরুণদের অনেকেরই গত ১ জানুয়ারি (২০২৬ সালের) ১৮ বছর পূর্ণ হয়েছে। তারা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত ভোটারধিকার প্রয়োগ করতে পারবেন।
নির্বাচন কমিশনের জারি হওয়া পরিপত্র অনুযায়ী, ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম কিংবা যারা আগের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম থেকে বাদ পড়েছেন, তাদের সদ্য সম্পন্ন হওয়া চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী আজাদীকে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে যাচাই–বাছাই শেষে প্রতীক নিয়ে ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ভোটগ্রহণের জন্য প্রায় ৪০হাজার ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে। আসন ভিত্তিক ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার) প্রশিক্ষণ শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। চূড়ান্ত ভোটার তালিকায় চট্টগ্রামের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লাখ ১৬ হাজার ৭১২ জন।
এরমধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৩৬ হাজার ৬৮৫জন এবং মহিলা ভোটার সংখ্যা ৩১ লাখ ৭৯ হাজার ৯৫৮ জন। এরমধ্যে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৭০জন। চূড়ান্ত ভোটার তালিকায় এবার চট্টগ্রামে নতুন ভোটার যুক্ত হয়েছে ৩ লক্ষ ৪ হাজার ৫১জন।
চট্টগ্রামে সবচেয়ে বেশি ভোটার চট্টগ্রাম–৮ (বোয়ালখালী–চান্দগাঁও) আসনে; মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫০ হাজার ০৫৭জন। সবচেয়ে কম ভোটার চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনে; মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৪৮৫জন।
চট্টগ্রামের ১৬ সংসদীয় আসন অনুযায়ী মোট সংখ্যা : চট্টগ্রাম–১ (মীরসরাই) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ১২১জন। চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে মোট ভোটার সংখ্যা ৪লঅখ ৮৩ হাজার ৩৯০ জন। চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৪৮৫জন। চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে মোট ভোটার সংখ্যা ৪লাখ ৪৮ হাজার ৫৩৫জন। চট্টগ্রাম–৫ (হাটহাজারী) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯১ হাজার ৮৭৩ জন। চট্টগ্রাম–৬ (রাউজান) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৫ হাজার ৩৯৩জন। চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ২২১জন। চট্টগ্রাম–৮ (বোয়ালখালী–চান্দগাঁও) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫০ হাজার ০৫৭জন। চট্টগ্রাম–৯ (কোতোয়ালী) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ৬৫০ জন। চট্টগ্রাম–১০ (ডবলমুরিং–পাহাড়তলী–হালিশহর–খুলশী) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৬ হাজার ৪৩১জন। চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৬ হাজার ৩৬১ জন। চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ০৩২ জন। চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৯ হাজার ১৮৮জন। চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ০৮ হাজার ৪২৪ জন। চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া– সাতকানিয়া আংশিক) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৮ হাজার ৫৭৫ জন। চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৯৭৭জন।











