চট্টগ্রামে ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের ইফতার মাহফিলে বক্তারা

| রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ১:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামে ফেনী জেলাস্থ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ), ১৪ রমজান, চট্টগ্রামের আগ্রাবাদস্থ জামান’স হোটেলে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক (সহ-সম্পাদক) বেলাল আহমেদ বলেন, “বাংলাদেশের রাষ্ট্র কাঠামো আজ বিধ্বস্ত। মৌলিক অধিকার ও সুশাসনের জন্য স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দ্রুত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা জরুরি। আমাদের কাজ হবে, এই রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্গঠন করা। বিএনপির ঘোষিত রূপরেখার মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়েছি, যেখানে গণতন্ত্র ও জনগণের অধিকার সুরক্ষিত থাকবে।”

ফোরামের নেতৃবৃন্দ বলেন, “ফেনী জেলার স্বার্থ রক্ষায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে এই ফোরাম ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। রমজানের শিক্ষা ধারণ করে রাজনৈতিক সম্প্রীতি ও ঐক্যের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।”

চট্টগ্রামস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি জাফর আলম লিটনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নুরুল আবছার তৌহিদ সঞ্চালনায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ- সভাপতি শাহাদাত হোসেন বাবু, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া এবং ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আমিন ভূঁইয়া বাদশা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের চট্টগ্রামের উপদেষ্টা এয়াকুব চৌধুরী। এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য শিমুল, সিরাজুল ইসলাম ভূঁইয়া ও আবু আহমেদ মিয়া এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিন।

অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে বিএনপির নেতাকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঘরে তালা দিয়ে গেলেন মা, কয়েলের আগুনে পুড়ে কিশোরীর মৃত্যু
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার শীর্ষ মাদক কারবারি জলইক্যা গ্রেফতার