চট্টগ্রামে ফিদে শততম বর্ষ উদযাপন উপলক্ষে দাবা টুর্নামেন্টের সমাপনী

| মঙ্গলবার , ৩০ জুলাই, ২০২৪ at ১১:৪১ পূর্বাহ্ণ

চেসকোড একাডেমির উদ্যোগে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় চট্টগ্রামে বিশ্ব দাবা সংস্থা (ফিদে) শততম বর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এম.. আজিজ স্টেডিয়ামে ছিল নানামুখী আয়োজন। সকাল ১১ টায় ‘আমরা এক পরিবার’ স্লোগানে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এছাড়া সিজেকেএস কনভেনশন হলে আয়োজন করা হয় চেসকোডফিদে ১০০ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট। উক্ত টুর্নামেন্টটি ফিদের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ইভেন্টের অন্তর্ভুক্ত হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ... নাছির উদ্দীন। বিকাল ৪ টায় সিজেকেএস কনভেনশন হলে টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন শামীম। বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস দাবা কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইফুল আলম খান। আরো উপস্থিত ছিলেন চেসকোড একাডেমির পরিচালক মো. মহসিন জামাল পাপ্পু, আলী কায়সার, আলী আবছার সহ সিজেকেএস দাবা কমিটির যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চু, আবদুল মালেক, সৈয়দ আবদুল আহাদ, এস এম তারেক, সদস্য মির্জা আরিফুর রহমান ও সিসিপিএর সভাপতি শহীদুর রহমান সহ সিসিপিএর সকল কর্মকর্তাগণ। টুর্নামেন্টের উন্মুক্ত বিভাগে রাব্বি সেলিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ২য় থেকে অষ্টম স্থান অধিকার করেন যথাক্রমে মুজিবুর রহমান, রুবেল হোসেন, ফিদে মাস্টার আবদুল মালেক, এম.কে. শাহীন, ফজলে নুর বাপ্পী, মো. ইউসুফ ও মির্জা আরিফ। অনূর্ধ্ব২০ বিভাগে অন্বয় দাশ চ্যাম্পিয়ন, প্রাঞ্জল বড়ুয়া ২য় এবং ফাইয়াজ চৌধুরী ৩য় স্থান অধিকার করেন। বিশেষ পুরস্কার লাভ করেন অনূর্ধ্ব৮ আইলান, অনূর্ধ্ব১০ নাজিফ, অনূর্ধ্ব১২ ঋক, অনূর্ধ্ব১৪ মুসনাবিন, অনূর্ধ্ব১৬ শুভ্রজিৎ, অনূর্ধ্ব১৮ দাইয়ান, সেরা বালিকা লুবাবা, সেরা আনরেটেড সাকিব। অংশগ্রহণকারী সকল দাবাড়ুদের সনদপত্র প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাদালকে হারিয়ে পরের রাউন্ডে জোকোভিচ
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে বিএফআইডিসি স্কুল চ্যাম্পিয়ন