চট্টগ্রামে ফিজিওথেরাপি দিবস উদযাপন

| মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন রেড ক্রিসেন্ট ফিজিওথেরাপি সেন্টারে চাইল্ড কেয়ার জোনের উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল সোমবার রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন অনুষ্ঠানে হুমায়ুন কবিররোজি কবির ফাউন্ডেশনের অর্থায়নে এ চাইল্ড কেয়ার কর্ণার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে মেয়র ফিজিওথেরাপি সেন্টারের রোগীদের সেবায় অংশগ্রহণ করেন। মেয়র বলেন, আমাদের লক্ষ্য হলো চট্টগ্রামের প্রতিটি নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এজন্য ফিজিওথেরাপি সেন্টারকে আধুনিক ও সুবিধাসম্পন্ন করে তোলা হচ্ছে, যাতে এখানে আগত প্রতিটি রোগী সঠিক চিকিৎসা এবং পুনর্বাসনের সুবিধা পেতে পারে। আমরা শুধু রোগীকে চিকিৎসা দিচ্ছি না, বরং তাদের পূর্ণভাবে সুস্থ ও স্বাবলম্বী হওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তাও নিশ্চিত করছি।

এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ও এশিয়ান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এম. এ ছালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ। উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য এইচ এম সালাহউদ্দিন, জিয়াউল হক সোহেল, মো. মেহেদী হাসান রায়হান, সালাহউদ্দিন সাহেদ, ডা. ফারহানাজ মাবুদ সিলভী, মো. এনামুল হক, আবদুর রহিম আকন, . . . তামজীদ, দীপ্ত ভট্টাচার্য, মো. রকিবুল ইসলামসহ যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

চবি : চবি প্রতিনিধি জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ফিজিওথেরাপি দিবস। চবি চিকিৎসা কেন্দ্রের ফিজিওথেরাপি এন্ড স্পোর্টস ইঞ্জুরি রিহ্যাব ইউনিটের আয়োজনে ফিজিওথেরাপি দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ মিলনায়তনে ‘সুস্থ বার্ধ্যকে ফিজিওথেরাপি : পড়ে যাওয়া ও দুর্বলতা প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা। চবি মেডিকেল সেন্টারের চীফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) . কামাল উদ্দিন। আলোচনা সভার মূল বক্তা হিসেবে আলোচনা করেন বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সভাপতি ও ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ কামরুজ্জামান। ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ কামরুজ্জামান বলেন, শিশুকাল থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সুস্থ থাকার জন্য কিভাবে চলাফেরা করবে সেজন্য মায়েদেরকে ট্রেনিং দিতে হবে। যৌবন বয়সের কার্যকলাপ করার জন্য আর্গোনোমিক গাইডলাইন সম্পর্কে ধারণা নিতে হবে, যে কিভাবে চলাচল করবে, কিভাবে বসবে, কিভাবে হাটবে, কিভাবে কাজকর্ম করবে। বৃদ্ধ বয়সেও সুস্থ থাকার জন্য তাদেরকে সকল নিয়ম কানুন মেনে চলতে হবে।

সিআরপি চট্টগ্রাম এ কে খান কেন্দ্র : বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে সিআরপি চট্টগ্রাম এ কে খান কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কালুরঘাটস্থ সিআরপি চট্টগ্রাম এ কে খান কেন্দ্রের ম্যানেজার ও কনসালটেন্টফিজিওথেরাপি মো. খলিলুর রহমান, সিনিয়র ফিজিওথেরাপিস্ট ও ফিজিওথেরাপি বিভাগের ইনচার্জ আইনুর নিশাদ রাজিবসহ প্রতিভাবান ফিজিথেরাপিস্ট ও রোগীরা।

পূর্ববর্তী নিবন্ধফুলেল শ্রদ্ধায় বদরুদ্দীন উমরকে শেষ বিদায়
পরবর্তী নিবন্ধমহেশখালীতে অগ্নিকাণ্ডে পুড়ল ২ বসতঘর