চট্টগ্রামে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪ প্রার্থী

ইসির আপিল শুনানি চট্টগ্রাম-১৩ আসনের গণ-অধিকার পরিষদের প্রার্থীর মনোনয়ন বাতিল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ at ৭:১৬ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসির আপিল শুনানির গতকাল পঞ্চম দিনে চট্টগ্রামে দুই স্বতন্ত্র প্রার্থীসহ ৪ প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এদিকে আপিলেও চট্টগ্রাম১৩ পটিয়া আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরীর মনোনয়ন বাতিল বহাল রয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নিয়েছেন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ আপিল নিষ্পত্তি করে ইসি। শুনানি শেষে এ তথ্য জানান, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। গতকাল নির্বাচন কমিশনের আপিল শুনানিতে চট্টগ্রাম৭ রাঙ্গুনিয়া আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী প্রমোদ বড়ুয়া তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। চট্টগ্রাম১০ ডবলমুরিংহালিশহর ও পাহাড়তলী আসনের জাতীয় পার্টির প্রার্থী মুহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মো.আরমান আলী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। চট্টগ্রাম২ ফটিকছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী আহমদ কবির নির্বাচন কমিশনের আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন। অপরদিকে চট্টগ্রাম১৩ পটিয়া আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী আপিলেও তার মনোনয়ন ফিরে পাননি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধগুলি বের করা যায়নি, শিশু হুজাইফার অবস্থা অপরিবর্তিত