মহানগরসহ চট্টগ্রাম জেলায় প্রাথমিকের ৪০জন শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি দুজন শিক্ষার্থীও করোনায় সংক্রমিত। এসব শিক্ষক-শিক্ষার্থী বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন। চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সংক্রমিত দুজন শিক্ষার্থীর একজন মহানগর এলাকার ও অপরজন আনোয়ারা উপজেলার একটি স্কুলের।
অন্যদিকে, করোনা আক্রান্ত শিক্ষকদের মাঝে ২০ জন মহানগর এলাকার স্কুলগুলোর। বাকি ২০ জন শিক্ষক উপজেলা পর্যায়ের স্কুলগুলোর। তবে মহানগরীর কোতোয়ালী থানাধীন একটি স্কুলে একইসাথে চার জন শিক্ষক করোনায় সংক্রমিত হয়েছেন। বলুয়ার দীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসব শিক্ষক আইসোলেশনে রয়েছেন। সংক্রমিত হলেও সবাই ভালো আছেন জানিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, স্কুলটিতে ৮ জন শিক্ষক। এর মধ্যে চারজন করোনায় সংক্রমিত হয়েছেন। বাকিদেরও নমুনা পরীক্ষা করা হয়েছিল। তবে তাদের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। বাকি চার শিক্ষক দিয়ে ওই স্কুলের শিক্ষা কার্যক্রম চলমান আছে। দৈনিক কেবল দুটি শ্রেণির ক্লাস নির্ধারিত থাকায় তেমন সমস্যা হচ্ছে না।
কোন স্কুলে কারো করোনা পজিটিভ আসলে বাকিদেরও টেস্ট করানোর নির্দেশনা দেয়া আছে জানিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, কারো করোনা শনাক্ত হলে দ্রুত যাতে আইসোলেশনে নেয়া যায়, সে জন্যই এ নির্দেশনা। সবাইকে স্বাস্থ্য বিধি প্রতিপালনের পাশাপাশি সতর্ক থাকতে বলা হয়েছে বলেও জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। উল্লেখ্য, মহানগরসহ চট্টগ্রাম জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ২ হাজার ২৬৯টি। এসব বিদ্যালয়ে ১৪ হাজার ৫৩১ জন শিক্ষক রয়েছেন বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়।