চট্টগ্রামে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কাজ করছে যুব মহিলা লীগ

মহানগর যুব মহিলা লীগের অনুষ্ঠানে মাহতাব

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ জুলাই, ২০২৪ at ৯:২৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনাসভাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

গত শনিবার সকাল এগারোটায় জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক অধ্যাপক সায়রা বানু রৌশনীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর যুব মহিলা লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সারাদেশে যুব মহিলা লীগ দিনদিন সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হয়ে উঠছে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যুব মহিলা লীগ চট্টগ্রামে কাজ করছে। নারীরা আরো সামনের দিকে এগিয়ে যাক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে তারা আরো শক্তিশালী হয়ে উঠুক। অনুষ্ঠানে সায়রা বানু রৌশনী বলেন, ২০০২ সালের এ দিনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের এক ঝাঁক সাবেক নারী নেতৃত্ব নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন। নারী সমাজকে একত্রিত করে সকল বাধা জয় করে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাওয়ার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে যুব মহিলা লীগ।

এতে আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সফর আলী, বাংলাদেশ যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক নাজমা আক্তার মিতা, মহানগর যুব মহিলা লিগের সদস্য জিন্নাত সুলতানা ঝুমা, যুব মহিলা লিগের ৫ নং ওয়ার্ডের আহ্বায়ক, মহানগরের সদস্য কোহিনুর আক্তার, মহানগর যুব মহিলা লীগ সদস্য তাজরিন চৌধুরী, ৩০ নং ওয়ার্ডের যুব মহিলা লীগের আহ্বায়ক ও যুব মহিলা লীগের সদস্য সায়কা দোস্ত, ৪ নং ওয়ার্ড যুব মহিলা লীগের আহ্বায়ক আবিদা সুলতানা আঁখি, ১৩ নং ওয়ার্ড আহ্বায়ক পান্না আক্তার, ৭ নং ওয়ার্ড সভাপতি সোনিয়া আজাদ, মহানগর যুব মহিলা লীগের সদস্য ইয়াসমিন মিনু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে কিশোরীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধআইআইইউসির ইংরেজি বিভাগের মাস্টার্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন