গত ১ অক্টোবর থেকে চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড এ্যাসোসিয়েশন সিএমভিএর আয়োজনে দুদিনব্যাপী সিএমবিএ রক ফেস্ট– ২০২৩ এর উদ্বোধন হয় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির বড় হলরুমে। প্রথমদিন অংশগ্রহণ করে ১০টি ব্যান্ড।
গত ২ অক্টোবর দ্বিতীয় দিনের শিডিউলে পারফর্ম করে ১৩টি ব্যান্ড। সংগঠনের সভাপতি সমর বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন জ্যাকব ডায়েস ও মোহাম্মদ আলী। অতিথিবৃন্দ বলেন, রক ফেস্ট বেশ জমে উঠেছে। আবার যেন ব্যান্ড সংগীতের আনন্দ উৎসবে মেতেছে সবাই। এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এসময় উপস্থিত ছিলেন শাহেদ, রায়হান আল হাসান, কায়সার জাবেদ, কাজী মাসুদুল হক, জাহেদ, মানিক প্রমুখ।
চট্টগ্রামের ব্যান্ড মিউজিককে এগিয়ে নিত চট্টগ্রামে রক ফেস্ট তারুণ্যের মাঝে আবার নতুন করে যেন প্রাণ ছুঁয়ে দিয়েছে। সকলে সুরের জোয়ারে ভাসছে। সিএমবিএর মাধ্যমে চট্টগ্রামে ব্যান্ড মিউজিকের হারানো ঐতিহ্য পুনরায় ফিরে পেতে শুরু করে। ২ অক্টোবর দ্বিতীয়ে দিনের ১৩ টি ব্যান্ড দলের প্রতিযোগিতা ‘ব্যাটল অব ব্যান্ড‘স’ শিরোনামে অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবলীগের সহ–সভাপতি দেবাশীষ পাল দেবু। এতে বিচারক ছিলেন ঢাকা থেকে আগত ফিডব্যাক ব্যান্ড এর ব্যান্ড লীডার ফোয়াদ নাসের বাবু, ওয়ারফেজ এর ব্যান্ডলীডার এবং ‘বাম্বা’র সহ সভাপতি শেখ মনিরুল আলম টিপু। চ্যাম্পিয়ন হয় ব্যান্ড দল জলরং। প্রথম রানার আপ হয় ব্যান্ড দল ভাইব্রেশন, দ্বিতীয় রানার আপ হয় ব্যান্ড দল এমেচার। এছাড়া সেরা মিউজিশিয়ানস ক্যাটাগরিতে সেরা ভোকাল : নাঈম (দ্যা ভাইব্রেশন), সেরা বেইজ গীটার : রবিন (আর্তনাদ), সেরা লীড গীটারিস্ট : লীলা (এমেচার), সেরা কীবোর্ডিস্ট : রাকীব (রং পেন্সিল)। প্রেস বিজ্ঞপ্তি।