চট্টগ্রামে প্রতিবাদের ঝড়

আজাদী ডেস্ক | শনিবার , ১৩ ডিসেম্বর, ২০২৫ at ৮:২৬ পূর্বাহ্ণ

ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সারাদেশের ন্যায় চট্টগ্রামেও প্রতিবাদের ঝড় উঠেছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাখা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইনকিলাব মঞ্চসহ অনেক ছাত্রসংগঠন। এদিন সন্ধ্যায় নগরে বীর চট্টলার ছাত্রজনতার ব্যানারে বিক্ষোভে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তি, আপ বাংলাদেশ, খেলাফতে মজলিস এবং ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন। এতে জুলাই যোদ্ধা ওসমান হাদিকে গুলি করার ঘটনায় নিন্দা জানিয়ে অভিযুক্তদের যেকোনো মূল্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

চবি : রাজধানী ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা৮ আসনের এমপি প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বিকেল ৫টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি সোহরাওয়ার্দী মোড় প্রদক্ষিণ করে আবার জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীদেরকে ‘আমরা সবাই হাদী হব, গুলির মুখে কথা কব’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘একশন টু একশন, ডাইরেক্ট একশন’, ‘আমার ভাই আহত কেন, ইন্টেরিম জবাব দে’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

চাকসুর জিএস সাঈদ বিন হাবিবের সঞ্চালনায় জিরো পয়েন্ট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে ভিপি ইব্রাহীম রনি বলেন, জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা হাদি ভাই। সন্ত্রাসীরা যেভাবে তাকে হত্যার চেষ্টা করেছে তা পরিকল্পিত। যদি হামলাকারীদের গ্রেপ্তার না করা হয়, আমরা আবার রাজপথে নামব। চবি আওয়ামীপন্থীদের বলছি এমন ঘটনা এখানে ঘটালে কাউকে শান্তিতে ক্যাম্পাস ছাড়তে দেব না।

এসময় চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। ইন্টেরিম সরকারকে বলছি দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। ভারত থেকে পতিত স্বৈরাচার নির্বাচন বানচাল করতে চাচ্ছে। নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে আমরা তা ভেঙে দেব। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী শাখা ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইনকিলাব মঞ্চসহ অনেক ছাত্রসংগঠন বিক্ষোভ মিছিল করেছেন।

বীর চট্টলার ছাত্রজনতা : ঢাকা৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে নগরীর ২ নম্বর গেইট সংলগ্ন বিপ্লব উদ্যান থেকে শুরু হয়ে ওয়াসার মোড় প্রদক্ষিণ করে আবার বিপ্লব উদ্যানে বিক্ষোভ মিছিল করেছে বীর চট্টলার ছাত্রজনতা এবং জুলাইয়ে অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বিভিন্ন সংগঠন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের ২ নম্বর গেইট সংলগ্ন বিপ্লব উদ্যানে তারা বিক্ষোভ শুরু করেন।

প্রতিবাদকারীরা হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, এই হামলার পেছনে ভারতীয় আধিপত্যবাদী ও ফ্যাসিস্ট শক্তির প্রভাব রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে দেড় বছর পর এসেও জুলাইয়ের সম্মুখ সারির নায়কের ওপর হামলা মানে পুরো বাংলাদেশের ওপর হামলা। দিনেদুপুরে জুলাই যোদ্ধার ওপর হামলার ঘটনায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন ওসমান হাদি। জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবেও তিনি আলোচনায় আসেন। ‘বীর চট্টলার ছাত্রজনতা’র এই ব্যানারে বিক্ষোভে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তি, আপ বাংলাদেশ, খেলাফতে মজলিস এবং ওসমান হাদির সংগঠন ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন।

ছাত্রশিবির মহানগর দক্ষিণ শাখা : জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির উপর নৃশংস হত্যাচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টায় দেওয়ানহাট মোড় থেকে আগ্রাবাদ পর্যন্ত অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, চট্টগ্রাম১০ আসনের প্রার্থী শামসুজ্জামান হেলালী, সাবেক মহানগর সভাপতি ইমরানুল হক এবং মোহাম্মদ ফায়েদ। এ ছাড়া মহানগর দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম, বাহাউদ্দিন, সাহিদুল মুরসালিনসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীরা।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। নেতৃবৃন্দ শরিফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা সৃষ্টির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়। সমাবেশে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

খাগড়াছড়ি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্রজনতার উদ্যোগে পৌর ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি মুক্তমঞ্চে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হারিছুর রহমান রনি, জুলাই আন্দোলনের সংগঠক রাকিব মনি ইফতি, আমিনুল ইসলামসহ অন্যরা। বক্তারা বলেন, একটি স্বাধীন দেশের রাজনৈতিক মাঠে গুলির মতো ন্যাক্কারজনক ঘটনা মেনে নেওয়া যায় না। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান।

আয়োজকরা আরও বলেন, রাজনৈতিক ভিন্নমত দমন নয়্ত গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-১১ আসনে নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণে চসিককে চিঠি
পরবর্তী নিবন্ধযেভাবে আলোচনায় আসেন হাদি