চট্টগ্রাম নগরীতে পেট্টোল বোমা হামলায় দগ্ধ হওয়া লায়লা বেগম (৫০) বেগমের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটের সময় রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ নিজ বসতঘরে তার মৃত্যু হয়।
নিহত লায়লা বেগম ওই এলাকার আব্বাস উদ্দিনের স্ত্রী। বেঁচে থাকার আশা নেই জানালে ঢাকার হাসপাতাল থেকে তাকে রাউজান নিয়ে আসা হয়। সন্ধ্যা ৭টায় ঘরে পৌছার পর অক্সিজেন দিয়ে রাখা হয় তাকে। পরে রাত ১১টা ৪৫ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্বামী আব্বাস উদ্দিন।
উল্লেখ্য, রোববার (২০ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে মুরাদপুর-অক্সিজেন সড়কের আতুরার ডিপো এলাকার তিন রাস্তার মাথায় দুর্বৃত্তের ছোড়া পেট্টোল বোমায় দগ্ধ হন লায়লা বেগম ও তার পুত্রবধু ঝর্ণা বেগম (৩০)।