চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে নগরীর ঐতিহ্যবাহী পুকুর ও দিঘি রক্ষায় গুরুত্ব দিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার মেয়র ডা. শাহাদাত হোসেন মুন্সী পুকুরপাড়, চকবাজার প্যারেড মাঠ, বলুয়ারদিঘি, বাকলিয়া স্টেডিয়াম এবং সদরঘাটের বালুর মাঠ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মেয়র সংশ্লিষ্ট স্থাপনাগুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ ও সংস্কার, উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, নগরীর পুকুর, দিঘি ও খেলার মাঠগুলোকে পরিকল্পিত সংস্কারের মাধ্যমে দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হবে, যাতে নগরবাসী সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ উপভোগ করতে পারেন। পুকুর ও দিঘি রক্ষায় জনসচেতনতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মেয়র বলেন, বলুয়ারদিঘি চট্টগ্রামের ঐতিহ্যবাহী দিঘিগুলোর একটি। লোকমুখে প্রচলিত, এটি মোগল আমলে নির্মিত হয়েছিল। ঐতিহ্য ও পরিবেশ রক্ষার্থে এই দিঘিটি সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। যেকোনো অগ্নিদুর্ঘটনায় এই দিঘির পানি ব্যবহার করে জানমালের ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব।
তিনি বলেন, আজ চট্টগ্রামে যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, তার মূল কারণ হলো জলাশয়, জলাধার, দিঘি ও পুকুর দখল করে ভরাট করে ফেলা। আমি মনে করি, চট্টগ্রামের বৃহত্তর স্বার্থে ঐতিহ্যবাহী বলুয়ারদিঘিসহ যেসব পুকুর–দিঘি এখনো টিকে আছে, সেগুলো রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। এলাকাবাসী সবাই এই দিঘি রক্ষায় সিটি কর্পোরেশনকে সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে আমি আশা করি। চট্টগ্রাম কলেজ রোডস্থ প্যারেড মাঠ, সদরঘাটের বালুর মাঠ এবং বাকলিয়া স্টেডিয়ামকে আধুনিক ও দৃষ্টিনন্দন রূপে সাজানোর লক্ষ্যে পরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে মাঠগুলো পরিদর্শনকালে মেয়র জানান, এসব মাঠ ও স্টেডিয়াম স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের জন্য একটি পূর্ণাঙ্গ খেলাধুলার উপযোগী স্থানে রূপান্তর করা হবে। মেয়র বলেন, গত ১৬ বছরে সমাজের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো কিশোর গ্যাং সংস্কৃতি। তরুণদের খেলাধুলার সুযোগ বাড়ালে তাদের সঠিক পথে আগানো সহজ হবে। কিশোর অপরাধ দমনে মাঠভিত্তিক কার্যক্রম অত্যন্ত জরুরি। এজন্য সিটি কর্পোরেশন ইতোমধ্যে নগরের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
এরই অংশ হিসেবে নগরীর মহসিন কলেজ মাঠ, বাকলিয়া স্কুল মাঠ, বহুরূপী মাঠ, ফিরোজশাহ মাঠ, আগ্রাবাদ শিশুপার্কসংলগ্ন জাম্বুরি মাঠ, হালিশহর বিডিআর মাঠসহ বিভিন্ন মাঠে সংস্কারকাজ চলমান রয়েছে। ইনশাআল্লাহ, গ্যালারি ও ওয়াকওয়েসহ উন্নতমানের খেলার মাঠ হিসেবে প্যারেড মাঠ, সদরঘাটের বালুর মাঠ এবং বাকলিয়া স্টেডিয়ামকে নতুনভাবে গড়ে তোলা হবে, বলেন মেয়র। প্রেস বিজ্ঞপ্তি।












