চট্টগ্রামে পিএমআই সিম্পোজিয়াম: কৌশলগত প্রকল্প ব্যবস্থাপনায় নতুন দিগন্ত

| রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১২:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “আগামীকালের জন্য ভবিষ্যৎ-প্রমাণ প্রকল্প ব্যবস্থাপনা” শীর্ষক সিম্পোজিয়াম।উদ্যোক্তারা বলেন, টেকসই উন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রগতির জন্য কৌশলগত প্রকল্প ব্যবস্থাপনা, নেতৃত্ব বিকাশ এবং নতুন প্রযুক্তি গ্রহণ অপরিহার্য।

শনিবার (৩০ আগস্ট) রেডিসন ব্লু বে ভিউ হোটেলে আয়োজিত এই সিম্পোজিয়ামে দেশের বিভিন্ন খাতের প্রায় ১৫০ জন পেশাজীবী অংশগ্রহণ করেন।

উদ্বোধনী বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নূরুল করিম বলেন,“দেশের প্রবৃদ্ধি ধরে রাখতে কার্যকর এবং কৌশলগত প্রকল্প ব্যবস্থাপনা অপরিহার্য।”

পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি এটিএম ইকবাল চৌধুরী বলেন, “প্রকল্প ব্যবস্থাপনা সম্প্রদায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে। শিক্ষা ও কর্পোরেট খাতের সম্পৃক্ততা, পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উদ্ভাবন এবং সহযোগিতা—এগুলোই প্রকল্প সাফল্যের মূল কৌশল।”

এসময় এজেড কনসাল্টিংয়ের প্রধান নির্বাহী আহমেদ জিবরান উপস্থাপন করেন অনিশ্চয়তার মধ্যে নেতৃত্ব এবং দল পরিচালনার কৌশলগত নান দিক।

টেক নভেলটি লিমিটেডের সিটিও আরিফুর রহমান স্থিতিস্থাপক প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস (PMO) গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

র‍্যানকন হোল্ডিংস লিমিটেডের পরিচালক মাশিদ রহমান স্টেকহোল্ডারদের অংশীদার হিসেবে বিবেচনার গুরুত্বের ওপর জোর দেন।

প্যানাসিয়া কনসাল্টিং গ্রুপের এমডি ড. আজিম মোহাম্মদ লিন নীতি এবং অ্যাজাইল অনুশীলনের সমন্বয়ের সুফল ব্যাখ্যা করেন।

ওয়েব ফন্টেইন বাংলাদেশের দীপেশ বণিক জেনারেটিভ এআই এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাব নিয়ে মতামত দেন।

দিনের অন্যতম আকর্ষণ ছিল প্যানেল আলোচনা। এতে অংশ নেন বিএসআরএমের জিএম সঞ্জয় মুকুন্দভাই ঠক্কর, র‍্যানকন এফসির সিইও তানভীর শাহরিয়ার রিমন এবং পিটুপি ও উইকনের ডিরেক্টর মাহাদী ইফতেখার। প্যানেলটি পরিচালনা করেন পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক কে এম রেফাউল এহসান।

বক্তারা বলেন, বাংলাদেশের প্রকল্প উন্নয়ন এবং ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি গ্রহণ, নেতৃত্বের মানসিকতার পরিবর্তন এবং নীতি সহায়তার সমন্বয় জরুরি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় নিখোঁজ কুমিল্লার আরিফ