চট্টগ্রামে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ২০২৩ সালের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল থেকে মহানগর ও উপজেলায় কার্ডধারী ভোক্তাদের মাঝে নতুন বছরের পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়। চট্টগ্রাম মহানগরী ও উপজেলা পর্যায়ে মোট ৫ লাখ ৩৫ হাজার পরিবার ধারাবাহিকভাবে ভর্তুকি মূল্যে এসব পণ্য পাবে। গতকাল রাজধানীতে বাণিজ্যমন্ত্রী সারা দেশে টিসিবির নতুন বছরের পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন। প্রতি মাসে একবার করে সারা দেশের এক কোটি পরিবারকে ডাল, তেল ও চিনি দেওয়া হচ্ছে।
টিসিবি চট্টগ্রাম অঞ্চলিক অফিস সূত্রে জানা গেছে, গতকাল থেকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করা হয়। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে বিক্রির কার্যক্রম।
নগরীর ৪১টি ওয়ার্ড ও চট্টগ্রামের ১৫ উপজেলায় পূর্ব নির্ধারিত স্থানগুলোতে বিক্রি হবে টিসিবির পণ্য। একজন ফ্যামিলি কার্ডধারী ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ এক কেজি চিনি, ৭০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। টিসিবি থেকে ২ লিটার তেল, ২ কেজি মসুর ডাল ও এক কেজি চিনি মিলিয়ে প্যাকেজ তৈরি করা হয়েছে। প্রতিটি প্যাকেজের দাম ৪২০ টাকা।
জানা গেছে, মহানগরের ওয়ার্ড কাউন্সিলর এবং উপজেলা পর্যায়ে ইউপি সদস্যদের তৈরি করা এলাকাভিত্তিক কার্ডপ্রাপ্তরা টিসিবির ফ্যামিলি কার্ডের পণ্য পাবেন। মহানগরীতে ৩ লাখ এবং উপজেলায় ২ লাখ ৩৫ হাজার, মোট ৫ লাখ ৩৫ হাজার কার্ডধারী নিম্নআয়ের পরিবার মাসব্যাপী টিসিবির ন্যায্যমূল্যের পণ্য পাবে।
টিসিবি চট্টগ্রাম অফিস থেকে জানা গেছে, চট্টগ্রামে আগের মতো ওয়ার্ড কাউন্সিলর ও চেয়ারম্যানরা যে তালিকা দিয়েছেন শুধু সেইসব কার্ডধারী পণ্য পাবেন। বিষয়টি চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে মনিটারিং করা হচ্ছে।
উদ্বোধনকালে গতকাল বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, গত এক বছরে ১ কোটি মানুষকে টিসিবির পণ্য বিতরণে প্রায় ৫ হাজার ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে সরকারকে।