চট্টগ্রামে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মোট পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় মোট ১৩ হাজার ৪৩৫ পরীক্ষার্থীর মধ্যে ৪৩৩ জন অনুপস্থিত ছিলেন।
জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাস কেন্দ্রে ৪ হাজার ৬৪৩ জন, চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস কেন্দ্রে ২ হাজার ৩৮১ জন, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ১৫৭ জন, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ১ হাজার ৬৭৪ জন এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় (দামপাড়া ক্যাম্পাস) কেন্দ্রে ১ হাজার ১৪৭ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন বলেন, এমবিবিএস ভর্তি পরীক্ষা পাঁচটি কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় অংশ নিয়েছেন ১৩ হাজার ২ জন পরীক্ষার্থী। এছাড়া অনুপস্থিত ছিলেন ৪৩৩ জন।