চট্টগ্রামে পাঁচদিন পর সংক্রমণ হার ১ শতাংশের বেশি

| সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ১০:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম টানা পাঁচদিন পর করোনাভাইরাসে সংক্রমণ হার ১ শতাংশের বেশি নির্ণিত হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১০ জনের নমুনায় ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। আক্রান্তের হার ১ দশমিক ৮৪ শতাংশ। তবে এ সময়ে শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে গতকাল পাঠানো রিপোর্টে এসব তথ্য মিলে। খবর বাসসের। সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, এন্টিজেন টেস্ট ও নগরীর তেরোটি ল্যাবে গতকাল শনিবার ৫৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে ৭ জন নগরীর বাসিন্দা ও দুই উপজেলার ৩ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সাতকানিয়ায় ২ জন ও বোয়ালখালীতে ১ জন।

পূর্ববর্তী নিবন্ধকিশোরী ও মায়ের সুস্বাস্থ্যের জন্য পরিমিত পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ
পরবর্তী নিবন্ধকলেজ না পাওয়াদের শেষ ধাপে আবেদন শুরু কাল