চট্টগ্রামে পাঁচটি পয়েন্ট মাঠে নেমেছে ট্রাফিক পুলিশ

| সোমবার , ১২ আগস্ট, ২০২৪ at ২:৫৬ অপরাহ্ণ

কর্মবিরতি প্রত্যাহার করে ছয় দিন পর সড়কে ফিরেছে পুলিশ। আজ সোমবার সকাল থেকে চট্টগ্রামে বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।

এর ফলে প্রায় এক সপ্তাহ পর শিক্ষার্থী স্বেচ্ছাসেবকদের কাছ থেকে সড়কের দায়িত্ব বুঝে নিচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর রবিবার দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলনকক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বঠক করেন জেলা প্রশাসক।

সোমবার (১২ আগস্ট) সকাল থেকে পোশাক গায়ে নগরের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে পাঁচটি পয়েন্টে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।  এসব স্থানে তাদের সঙ্গে একজন করে শিক্ষার্থী প্রতিনিধিও রয়েছেন।

প্রাথমিকভাবে নগরের জিইসি মোড়, আগ্রাবাদ, টাইগারপাস, ওয়াসা এবং লালখানবাজার এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে ট্রাফিক পুলিশ।

প্রয়োজনে তারা নিউমার্কেট এলাকায়ও কাজ করবেন বলে সিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে।  

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে থানা পুলিশকে ফুল দিয়ে বরণ করল শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার উপ-উপাচার্যের পদত্যাগ