চট্টগ্রামে পলিথিন কারখানায় সেবা সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

নিজস্ব প্রতিবেদক | রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ at ৭:৩১ অপরাহ্ণ

সারাদেশে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণা অনুযায়ী রোববার (৩ নভেম্বর) এ অভিযান চালানো হয়।

এ সময় চট্টগ্রামের আকবর শাহ বিশ্বকলোনী কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে একটি কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়াও কর্নেল হাট কাঁচাবাজারে অভিযান পরিচালনা করে প্রায় ১১৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রামের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাফিল জাহান।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট ইসরাফিল বলেন, নিষিদ্ধ পলিথিন বন্ধ করতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআত্মহত্যা নাকী পরিকল্পিত খুন, কিভাবে মৃত্যু হয় গৃহবধূ পীপার?
পরবর্তী নিবন্ধপ্রবাসী স্বামীর সাথে মোবাইলে ঝগড়ার পর গৃহবধূর আত্মহত্যা