অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কবলে পড়ে চট্টগ্রামের ২৭ হাজারের বেশি পরীক্ষার্থী খাদ্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়। চট্টগ্রামসহ দেশের আট বিভাগে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের ৩১ হাজার ৯০২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭ হাজারেরও বেশি পরীক্ষার্থী অংশ নিতে পারেননি।
চট্টগ্রাম খাদ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, চট্টগ্রামের ২৮টি কেন্দ্রে গতকাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ৩১ হাজার ৯০২ জন। কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করেছেন মাত্র ৪ হাজার ১৯৮ জন। মোট ২৭ হাজার ৭০৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। ধর্মঘটের কারণে পরীক্ষার্থীরা হলে আসতে পারেননি বলেও সূত্র জানায়। চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল কাদের ২৭ হাজারেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষার হলে না আসার কথা স্বীকার করেছেন। ইমরুল ইসলাম এবং স্বাতী আক্তার নামের দুজন পরীক্ষার্থী সারাদেশে একই অবস্থা হয়েছে বলে উল্লেখ করে নতুন করে পরীক্ষা গ্রহণের আহ্বান জানান।












