চট্টগ্রামে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩ প্লাটুন বিজিবি

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৬ জুলাই, ২০২৪ at ৬:৩৮ অপরাহ্ণ

কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে ৩ জন নিহত হওয়া ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামে ৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে তাদের মোতায়েন করা হয়।

বিজিবি চট্টগ্রাম-৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, চট্টগ্রামে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে বিজিবি গাড়ি নিয়ে নগরের মুরাদপুর, অক্সিজেন ও পাহাড়তলী এলাকায় টহল দিচ্ছে।

এদিকে বুধবার (১৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। তারা হলেন, ফারুক, ওয়াসিম আকরাম ও ফিরোজ।

চমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুজহাত ইনু বলেন, চমেক হাসপাতালে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়। এর মধ্যে ফারুক নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ২
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে মহিলাকে গরম পানিতে ঝলসে দেওয়ার অপরাধে যুবক গ্রেপ্তার