চট্টগ্রামে পদার্থবিজ্ঞান ১ম পত্রের দিনে পরীক্ষার্থীরা পেলেন ২য় পত্রের প্রশ্ন

এইচএসসি পরীক্ষা

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ জুলাই, ২০২৪ at ৩:২০ অপরাহ্ণ

রুটিন অনুযায়ী পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা দিতে এসেছিলেন পরীক্ষার্থীরা। কিন্তু কর্তৃপক্ষ তাদের হাতে ধরিয়ে দিল পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রশ্ন।

এমনটাই ঘটেছে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের বিজয় স্মরণী ডিগ্রী কলেজ কেন্দ্রে।

এ বিষয়ে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, পরীক্ষার শুরুতে ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়। প্রশ্ন হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে হৈ চৈ পড়ে যায়। এরপর শিক্ষার্থীদের থেকে প্রশ্নপত্রটি পুনরায় সংগ্রহ করে পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়। এ ঘটনার ২ ঘণ্টা পর প্রথম পত্রের প্রশ্নপত্র সংগ্রহ করে পুনরায় পরীক্ষা শুরু হয়।

ভুল প্রশ্নপত্র বিতরণের বিষয়ে জানতে কেন্দ্র সচিব ভাটিয়ারী বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল শিব শংকর শীলের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি ও সীতাকুণ্ড নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকার বলেন, পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র সংগ্রহ করার দায়িত্ব থাকে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবের। জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি থেকে প্রত্যেক কেন্দ্র সচিবকে বা তাদের প্রতিনিধিকে প্রশ্নপত্র বুঝিয়ে দেওয়া হয়।

ইউএনও রফিকুল ইসলাম বলেন, কার ভুলে এই ঘটনা ঘটেছে তদন্ত করে দেখা হবে। চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি করা হচ্ছে, উপজেলা প্রশাসন থেকে সরকারি কমিশনার (ভূমি) মো: আলাউদ্দিনকে প্রধান করে একটি তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে।

কমিটির অপর দুজন সদস্য হলেন- মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকার ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুল্লাহ।

উপজেলা থেকে এসিল্যাণ্ডকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছেন। ১ কার্যদিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দাখিল করবেন।

ইউএনও রফিকুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় কেন্দ্র সচিব শিব শংকর শীল ও পরীক্ষা কমিটির কনভেনার মোঃ নোমানকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। প্রাথমিকভাবে প্রশ্ন শর্টিংয়ের দায়িত্বপ্রাপ্তদের ভুলে এটি হয়েছে বলে জানা যায়। কমিটির রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপরকীয়ায় বাধা দেয়ায় যুবকের হাত কেটে নিল দুর্বৃত্তরা
পরবর্তী নিবন্ধপেকুয়ায় প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার বন্ধে প্রশাসনের অভিযান, অর্থদণ্ড