চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সদস্য গ্রেফতার

| শনিবার , ২২ মার্চ, ২০২৫ at ৩:০৩ অপরাহ্ণ

পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৯টি বিভিন্ন সাইজের ব্যানার, ফেস্টুন ও পোস্টার উদ্ধার করা হয়।

শ‌নিবার (২২ মার্চ) গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞ‌প্তিতে এ তথ্য নি‌শ্চিত করে থানা পু‌লিশ। গতকাল শুক্রবার দুপুরে পাঁচলাইশ মডেল থানাধীন ও.আর নিজাম রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞ‌প্তিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর উলাই’য়াহ্ বাংলাদেশ সদস্যরা ফিলিস্তিনির গাজায় ক্ষতিগ্রস্থ মুসলিমদের রক্ষার আন্দোলনের ব্যানারের আড়ালে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বিভিন্ন ধরনের ভ্রান্তিমূলক তথ্য প্রচারের উদ্দেশ্যে সন্ত্রাসী কর্মকান্ড প্রসারিত করতে সরকার বিরোধী স্লোগান ও মিছিল করছিল।

গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে দর্জি নিহত
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ধর্ষণ চেষ্টা, একজন গ্রেপ্তার