চট্টগ্রামে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন নারী

| সোমবার , ২৪ জুন, ২০২৪ at ৬:১১ অপরাহ্ণ

সালেহা বেগম মনজু (৫৫) নামে একজন মানুষিক ভারসাম্যহীন নারী হারানো গেছে।

সোমবার (২৪ জুলাই) চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে দুপুর ১২ টায় নারীটি নিখোঁজ হয় বলে জানা গেছে।  

জানা গেছে, ঈদের কয়েক দিন আগে বাঁশখালী এলাকায় নিজ বাড়ি থেকে হারিয়ে যাওয়ার পর আহত অবস্থায় খোঁজ মেলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে। তাকে উদ্ধার করে আন্দরকিল্লাহ আত্মীয়ের কাছে আনা হলে আবারো তিনি নিখোঁজ হন।

নিখোঁজ সালেহা বেগমের ভাই মো: তোফা বলেন, আহত অবস্থায় আন্দরকিল্লাহ তাকে আনা হলে কোন এক ফাঁকে সবার অগোচর আমার বোন হারিয়ে গেছে। হারানোর সময় তার পরনে একটি মেক্সি ও গামছা ছিলো মাথার বেন্ডেজ ছিলো, হাতে এক জোড়া চুড়ি ছিলো। তার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি ।

যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে এই 01876951310 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় কাপড়ের রং মিশিয়ে আইসক্রিম তৈরি, জরিমানা
পরবর্তী নিবন্ধচন্দনাইশের শঙ্খনদে ভাসমান অবস্থায় বৃদ্ধ নারীর লাশ উদ্ধার