চট্টগ্রামে নানা কর্মসূচি আজ বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস

| শনিবার , ৮ মে, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

আজ বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা হেন্‌রী ডুনান্টের জন্মদিন আয়োজন করা হবে। বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে- আলোচনা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, শিশু খাদ্য বিতরণ ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ। সকাল ১০টায় ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু হলে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বিশেষ অতিথি থাকবেন চসিক মেয়র ও সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান এম রেজাউল করিম চৌধুরী। সংবর্ধিত অতিথি সোসাইটির নব নিযুক্ত ট্রেজারার ও সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান এম এ ছালাম। সভাপতিত্ব করবেন জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ডা. শেখ শফিউল আজম।

পূর্ববর্তী নিবন্ধআলেম ওলামাদের সম্মান রক্ষায় সজাগ থাকতে হবে
পরবর্তী নিবন্ধসাহায্যের আবেদন