শোভাযাত্রা, সভা–সমাবেশ, লাল পতাকা মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে চট্টগ্রামে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটিকে ঘিরে বন্দরনগরী হয়ে ওঠে মিছিলের নগরী। এসব কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের নেতারা বলেছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রেখে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়।
গত ১ মে সকালে নগরীর টাইগারপাস মোড়ে বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন মে দিবসের সমাবেশ করে। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। সমাবেশের পর র্যালি বের করা হয়। ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, জিয়াউর রহমান জিয়া, হালকা মোটরযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম ফারুক বক্তব্য দেন।
সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরী শাখা নগরীর পুরাতন রেলস্টেশন চত্বর থেকে র্যালি বের করে।
এদিকে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে নগরীর দুই স্থানে সমাবেশ হয়েছে। নগরীর কাজির দেউড়ির মোড়ের সমাবেশে চা শ্রমিক, পোশাক শ্রমিক, জাহাজ ভাঙা শ্রমিকরা মিছিল নিয়ে যোগ দেন। টিইউসি চট্টগ্রাম জেলার সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত, শ্রমিক নেতা ইফতেখার কামাল খান ও ফজলুল কবির মিন্টু এতে বক্তৃতা করেন। ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আরেকটি সমাবেশ হয়েছে নতুন রেলস্টেশন চত্বরে। এতে সড়ক পরিবহন, পোশাক, বিভিন্ন কলকারখানা, রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন এবং নাভানা ব্যাটারিজ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন। সমাবেশে টিইউসি চট্টগ্রাম জেলার সভাপতি মৃণাল চৌধুরী বলেন, স্বৈরাচারের পতনের পরও শ্রমিকদের ওপর দমন–পীড়ন, নির্যাতনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। ন্যায্য অধিকার আদায়ে শ্রমিকদের রাস্তায় নামতে হচ্ছে। শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়।