বিশ্ব নদী দিবস আজ। চট্টগ্রামসহ সারা দেশে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের জনজীবনে নৌপথ’।
জানা গেছে, বাংলাদেশে ২০১০ সাল থেকে রিভারাইন পিপল নামের একটি সংস্থা এ দিবস পালন করে আসছে। তবে ১৯৮০ সাল থেকে প্রতি বছর বিশ্ব নদী দিবস পালন করতে শুরু করে ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি। ২০০৫ সালে জাতিসংঘ দিবসটি অনুসমর্থন করে।
এদিকে গত ১০ আগস্ট দেশের নদ–নদীর একটি খসড়া তালিকা প্রকাশ করে। এতে উল্লেখ করা হয়, দেশে নদ–নদীর সংখ্যা ৯০৭টি। ওই তালিকা অনুযায়ী চট্টগ্রাম বিভাগে নদী রয়েছে ৬০টি, যা দেশের অন্য বিভাগের চেয়ে কম। চট্টগ্রাম বিভাগের নদীগুলোর মধ্যে কর্ণফুলীর দৈর্ঘ্য ১৬১ কিলোমিটার এবং হালদার দৈর্ঘ্য ১০৬ কিলোমিটার।
চট্টগ্রাম বিভাগের অন্য নদীগুলোর মধ্যে রয়েছে মেঘনা নদী, আরচি, উত্তর আকালিয়া, কাকরী, কাঠালিয়া, কামতা, খিরাই, কালা ডুমুর, পুংগাজুর কোদালিয়া, গুণী, গোঙর, গোবিন্দপুর, গোমতী, ঘুংঘুর, চর কুমারিয়া, ছোট ফেনী, ডাকাতিয়া, তুলশিঘাটা, ধনাগোদা, পাগলী, পুরান বাতাকান্দি, মধুকুপি, মধুমতি, শুভানগর, সরস্বতী, সিদ্ধেশ্বরী, সোনাইছড়ি, তিতাস, পুটিয়া, বড়ইচারা, বিজনা, বুড়ি, মধ্যগঙ্গা, লাখু, হরল, সিংড়া, কহুয়া, মুহুরী, সিলোনিয়া, হাতিয়া নদ, গজারিয়া, ভুলুয়া, কুহেলিয়া; উখিয়া–টেকনাফের নাফ নদী, বাঁকখালী, চেঙ্গী, মাইনী, ফেনী, ইছামতি, রাইংখিয়ং, কাচালং ও কাপ্তাই লেক, মাতামুহুরী ও শঙ্খ।