চট্টগ্রামে নতুন শনাক্ত ৯

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ নভেম্বর, ২০২১ at ৮:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম গত ২৪ ঘণ্টায় আরো ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৯ জনই নগরীর বাসিন্দা। এ সময় ১ হাজার ৪৭৩ টি নমুনা পরীক্ষা হয়। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ৩৯৭ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৭৪ হাজার ৮৯ জন, বাকি ২৮ হাজার ৩০৮ জন উপজেলার। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত চট্টগ্রামে করোনা ভাইরাসে এক হাজার ৩৩১ জনের মৃত্যু হলো। এর মধ্যে ৭২৩ জন নগরীর বাসিন্দা এবং ৬০৮ জন উপজেলার বাসিন্দা। জেলা সিভিল সার্জন অফিস এই তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলীতে কিশোরীকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধট্রিপলাভার চট্টগ্রাম পর্যটন মেলার টাইটেল স্পন্সর