চট্টগ্রাম গত ২৪ ঘণ্টায় আরো ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৯ জনই নগরীর বাসিন্দা। এ সময় ১ হাজার ৪৭৩ টি নমুনা পরীক্ষা হয়। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ৩৯৭ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৭৪ হাজার ৮৯ জন, বাকি ২৮ হাজার ৩০৮ জন উপজেলার। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত চট্টগ্রামে করোনা ভাইরাসে এক হাজার ৩৩১ জনের মৃত্যু হলো। এর মধ্যে ৭২৩ জন নগরীর বাসিন্দা এবং ৬০৮ জন উপজেলার বাসিন্দা। জেলা সিভিল সার্জন অফিস এই তথ্য নিশ্চিত করেছেন।











