চট্টগ্রামে নতুন শনাক্ত ৯, মৃত্যু এক

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ নভেম্বর, ২০২১ at ৫:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬ জন নগরীর ও ৩ জন উপজেলার বাসিন্দা। এ সময় ১ হাজার ৪৩২ টি নমুনা পরীক্ষা হয়। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ৩৩২ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৭৪ হাজার ৩৭ জন, বাকি ২৮ হাজার ২৯৫ জন উপজেলার। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাসে এক হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরীর বাসিন্দা এবং ৬০৬ জন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামের সিভিল সার্জন অফিস সূত্র আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধরাউজান কলেজের দুই শিক্ষকসহ ৩ জনের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সাথে পটিয়া আইনজীবী সমিতির মতবিনিময়