চট্টগ্রামে নতুন শনাক্ত ৭

| মঙ্গলবার , ২৮ ডিসেম্বর, ২০২১ at ৯:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টার করোনাভাইরাস পরীক্ষায় নতুন ৭ জনের সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তের হার ০ দশমিক ৬১ শতাংশ। এ সময় শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কারো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। খবর বাসসের্‌
রিপোর্টে দেখা যায়, গত রোববার চট্টগ্রামের ১ হাজার ১৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন ৭ ভাইরাসবাহকের মধ্যে শহরের বাসিন্দা একজন এবং তিন উপজেলার ৬ জন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে ১ লাখ ২ হাজার ৫৭৩ জনে পৌঁছেছে। সংক্রমিতদের মধ্যে ৭৪ হাজার ২১৮ জন শহরের ও ২৮ হাজার ৩৫৫ জন গ্রামের বাসিন্দা। এখন জেলায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৩২ জনই রয়েছে। এর মধ্যে ৭২৩ জন শহরের ও ৬০৯ জন গ্রামের বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্নস্থানে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় প্রার্থীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়